প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৬:০৭:০৪ অনলাইন সংস্করণ
জেলা প্রতিনিধি : ময়মনসিংহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ১৭/০৭/২০২০ তারিখ শুক্রবার সকাল ১০.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন আদমজী খাদ্য গুদামের সামনে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হালুয়াঘাট আইলাতুলী এলাকার আঃ হাকিমের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫০) শ্রীপুর চন্নাপাড়া এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।