প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ১২:০১:০৯ অনলাইন সংস্করণ
আব্দুল মতিন (মাসুদ): ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে জেলা গোয়েন্দা ডিবি’র ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) বলেন ময়মনসিংহ বিভাগীয় নগরীকে মাদক ও অপরাধ মুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহা:আহমার উজ্জামান,পিপিএম-সেবা কঠোর নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক, জুয়া, চুরি-ছিনতাই, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মলয় চক্রবর্তী, পিপিএম সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে র্যালীর মোড় হইতে ইং ০৫/০৭/২০২০ তারিখ রবিবার সকালে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক ব্যবসায়ী ময়মনসিংহ বয়রা এলাকার মোঃ আঃ মোতালেবের ছেলে ও A/P বোয়াল মারা হালুয়াঘাট নজরুল ইসলামের মেয়ের জামাই মোঃ জাহাঙ্গীর আলম (৪৯) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও একই তারিখে এসআই মোঃ আলাউদ্দিন (বাদল) সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাইজবাগ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী নান্দাইল কাদিরপুর এলাকার মৃত-আঃ মোতালেবের ছেলে মোঃ জাকারিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।