• ত্রাণ বিতরণ

    বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন’র ত্রাণ সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ১:০২:৩২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীনঃঃ বন্যায় ক্ষতিগ্রস্থ সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র জনসাধারণকে সার্বিক সহযোগিতা প্রদানের উদ্দেশ্যে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ১৩৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

    ২৭ জুলাই দুপুরে সীমান্ত এলাকা (১)লাউরগড়ে ১৫০, (২)চাঁনপুরে ৫০০, (৩)ট্যাকেরঘাটে
    ৩০০, (৪)বালিয়াঘাটে ২০০ ও (৫) চারাগাঁও এলাকায় ২০০ টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক প্যাকেটে ছিল (৪) কেজি চাল,(৪) কেজি আটা ও (২) কেজি ডাল।

    ত্রাণ বিতরণ কার্যক্রমে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম এসময় উপস্থিত থেকে
    হতদরিদ্র ও অসহায়দের হাতে হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

    ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ ও কোম্পানি কমান্ডার সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মী।

    ত্রান বিতরণ কার্যক্রম শেষে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাকসুদুল আলম বলেন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক সীমান্ত রক্ষা ও বিজিবি’র অন্যান্য সকল দায়িত্ব পালনের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি তথা সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি সর্বদা কার্যকরী ভূমিকা রাখার চেষ্ঠা করছে। দেশব্যপী চলমান করোনা পরিস্থিতি ও বর্তমানে বন্যার পরিস্থিতি ছাড়াও দেশের যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতি ও মহামারীতে বিজিবি সর্বদা প্রথম সারিতে অবস্থান করে, তিনি আরো বলেন, আসন্ন ঈদুল আজহা’র পরপর সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সৌজন্যে সুনামগঞ্জ জেলা শহরসহ জেলার সীমান্তবর্তী অসহায় ও হতদরিদ্র জনসাধারণের মাঝে পরবর্তীতে ত্রাণ বিতরণ কার্যক্রম আবার পরিচালনা করা হবে।

    আরও খবর

    সুনামগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর দেয়া নির্মিত ১০টি ঘর পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার

    চরনারচর ইউনিয়নে বণ্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রতন তালুকদার

    ধোবাউড়ায় সমাজসেবা অধিদপ্তরের ২৬ জন দরিদ্র রোগীদের মাঝে ১৩ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান

    ব্রিটিশ বাংলা এসোসিয়শন যুক্তরাজ্য শাখার অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

    সুনামগঞ্জ পৌরমেয়র নাদেরের ব্যাপক ত্রাণ তৎপরতাঃ ৩য় দিনে ১৫শত পরিাবারে খাদ্যসামগ্রী বিতরণ

    নিজ হাতের দুঃস্থদের রান্না করা খাবার বিতরণ করলেন সুনামগঞ্জ মহিলা আ’লীগের সভাপতি এড.শামছুন্নাহার রব্বানী

    Sponsered content