• মৌলভীবাজার

    বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা উদ্যোগে বৃক্ষ রোপন –

      প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ৯:৪৩:৩১ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষ রোপন করা হয়েছে।

    মঙ্গলবার ৭ই জুলাই সকালে মৌলভীবাজার সরকারী কলেজ প্রাঙ্গণে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপন করা হয় ।

    বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক মিছবাহুর রহমান,মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড,ফজলুল আলী,মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আকবর আলী, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি)সুয়েব,নিজাম উদ্দিন রফি, সাধারণ সম্পাদক- মৌলভীবাজার সরকারি কলেজ শিক্ষক সমিতি,নজমুল হক, সভাপতি- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ,

    বৃক্ষ রোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দেবাশীষ রায়,আহ্বায়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা,সঞ্চালনা করেন আনিসুল ইসলাম চৌধুরী তুষার যুগ্ম আহ্বায়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা৷ বৃক্ষ রোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম- আহবায়ক- কমলেন্দু পাল, সদর উপজেলা কমিটির আহবায়ক রোকনুজ্জামান খান রোকন, সদস্য সচিব- দেওয়ান মাজেদ চৌধুরী, সরকারি কলেজ কমিটির আহবায়ক- সৈয়দ নুহাশ আহমদ, সদস্য সচিব- গোলক দাশ সহ শতাধিক নেতাকর্মী।

    বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রত্যেকে তিনটি করে গাছ লাগান,গাছ আমাদের অক্সিজেন পরিবেশ
    রক্ষা করতে হলে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

    0Shares

    আরও খবর

    Sponsered content