• অনিয়ম / দুর্নীতি

    পিডিবির বিদ্যুৎ সংযোগের নামে সিলেট সদরে নিয়মবহির্ভূত টাকা উত্তোলনের অভিযোগ

      প্রতিনিধি ২১ জুলাই ২০২০ , ৯:৩৭:৫৯ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিভিন্ন পাড়া, গ্রামে ও মসজিদে পিডিবির বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে নিয়মবহির্ভূত টাকা উত্তোলনের অভিযোগ ওঠেছে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মনির উদ্দিন এর বিরুদ্ধে।

    মনির উদ্দিন পিডিবির বিদ্যুৎ সংযোগের জন্যে জনপ্রতি সর্বনিম্ন ২,৫০০/- সহ ব্যক্তি ভেদে দ্বিগুণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন, সোনাতলা পূর্ব পাড়ার ভুক্তভোগী মানুষেরা। ভুক্তভোগী গ্রামবাসী মিডিয়ার সামনে এ অভিযোগ করেন।

    এসময় উপস্থিত ছিলেন- ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান সদস্য শাহ নূর আলম, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুস সোবহান সানি, বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব আপ্তাব আলী, সালিসি ব্যক্তিত্ব আব্দুল হাসিম, সালিসি ব্যক্তিত্ব ইস্কান্দার আলী ও রুহেল আহমেদ কোরেশি সহ বিপুল সংখ্যক ভুক্তভোগী গ্রামবাসী।

    ইউপি সদস্য শাহ নূর আলম বলেন, আমরা করোনা ও বন্যা নিয়ে ব্যস্ত, হঠাৎ আমি জানতে পারি যে,আমার ওয়ার্ডের সাবেক মেম্বার মনির উদ্দিন গ্রামের সাধারণ মানুষ থেকে পিডিবির বিদ্যুৎ সংযোগ নামে টাকা আত্মসাৎ পায়ছাড়া করছে । আমরা দাবী হলো দূর্নীতি কারী যেই হোক, তাহার বিরুদ্ধে আইনগত ব্যাস্থাগ্রহন করা হোক।

    এই বিষয় বিশিষ্ট সালিসি ব্যক্তিত্ব আপ্তাব আলী জানান, আমার বাড়ীতে ৫টা বিদ্যুৎ সংযোগ খুটি নিতে চাইলে সাবেক মনির উদ্দিন মেম্বার আমার কাছে ১৫ হাজার টাকা দাবী করেন। আমার অজ্ঞাতে আমার ভাতিজার সাথে সংযোগ করে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে খুটি স্থাপন করেন। পরে বাকী টাকা দিলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

    মসজিদ কমটির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সানি জানান, যে আমাদের মসজিদের বিদ্যুৎ সংযোগ জন্য মোতায়াল্লী সাথে ৬ হাজার টাকার সমঝোতা করে সাবেক মেম্বার মনির উদ্দিন, ২ হাজার টাকা দেওয়ার পর খুটি স্থাপন করা হয়। এবং বিদ্যুৎ সংযোগ জন্য বাকী ৪ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে।
    অভিযুক্ত সাবেক মেম্বার মনির উদ্দিন জানান, আমি এই বিষয়ে অবগত নই। আমি কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেইনী। পারলে আমি মানুষের উপকার করি। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
    পিডিবি প্রকল্প পরিচালক পল্লবী জামান জানান, এটি সরকারি প্রকল্প, এখানে বিদ্যুৎ সংযোগে কোন টাকার প্রয়োজন নেই। আমরা বিয়ষটি খতিয়ে দেখছি। কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content