• ক‌্যাম্পাস

    নিউজার্সির বাংলাদেশি শিক্ষার্থী ফাবিহা চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিতে চায়

      প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৯:৩৬:২৯ অনলাইন সংস্করণ

    জাবির হোসাইন চৌধুরী।।  যুক্তরাষ্ট্রের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইন্টান্যাশনাল হাইস্কুলের ছাত্রী বাংলাদেশি আমেরিকান ফাবিহা চৌধুরী সম্মিলিত জাতীয় মেধা তালিকায় কৃতিত্বের সহিত তৃতীয় স্থান অর্জন করে হাইস্কুলে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে ।

    ফাবিহা নিউজার্সির বাংলাদেশ কমিনিউটির পরিচিত মুখ রেজাউল করিম চৌধুরী ও গোলশানা চৌধুরী’র কনিষ্ঠ সন্তান। ফাবিহার পিতা রেজাউল করিম চৌধুরী নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি এবং সুনামগঞ্জ জেলা জনকল্যাণ সমিতি নিউজার্সি যুক্তরাষ্ট্র ইনক্’র বর্তমান সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ।

    ফাবিহা তার এ ফলাফলের জন্য স্কুল শিক্ষক এবং পিতামাতা ও বড় ভাইও বোনের কাছে কৃতজ্ঞ। সে ভবিশ্যতে নিউজার্সির রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়। ফাবিহা’র জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরা পুর গ্রামে।

    আরও খবর

    Sponsered content