• আহত / নিহত

    নবীগঞ্জে আ’লীগ নেতা খুন, এলাকায় উত্তেজনা ও আতংক

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২০ , ১:২৬:২৫ অনলাইন সংস্করণ

    বদরুজ্জামান, শিপন (হবিগঞ্জ) প্রতিনিধিঃ- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউপির শিবগঞ্জ বাজারের পাশে উমরপুর এম.এ.খালেক স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের হলদারপুর গ্রামের বাসিন্দা ও ইউপি আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে এক দল দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলার উল্লেখিত স্থানে বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের হলদারপুর গ্রামের বাসিন্দা ও ইউপি আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল মিয়া পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে শিবগঞ্জ বাজারের কাছে উমরপুর এম. এ. খালেক স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে আসা মাত্রই পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় কামাল মিয়া বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা শেষে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ডাক্তার কামাল কে মৃত ঘোষণা করেন।
    মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে দু’পক্ষের লোকজনের মধ্যে টানাটান উত্তেজনা বিরাজ করছে।
    এ ঘটনায় ঐ এলাকায় আবার বড় ধরনের অঘটন ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে আশংকা এলাকাবাসীর।
    খুজ নিয়ে জানা যায়, মৃত্যুর পূর্বে তার উপর হামলাকারী বেশ কয়েক জনের নাম বলে গেছেন কামাল মিয়া।
    নিহত কামাল মিয়ার সাথে বড়ইউরি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
    ৪ সন্তানের জনক কামাল মিয়ার এক ছেলে প্রতিবন্ধি বলে জানা গেছে।
    এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান বলেন- মারামারি ঘটনার খবর পেয়েছি, তবে মৃত্যুর খবর এখনও পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা আবশ্যই নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content