• অনিয়ম / দুর্নীতি

    নবীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীর অর্থ ও কারাদণ্ড

      প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ১১:৩২:০৮ অনলাইন সংস্করণ

    বি.জেড.শিপন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আব্দুল আলী (৬০) নামে এক কারেন্ট জাল ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

    বৃহস্পতিবার গোপন সংবাদের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মাছ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলী স্টোর নামের একটি দোকান থেকে প্রায় ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    জানা যায়, উপজেলার কামালপুর, করগাঁও এলাকার গুমজর আলীর ছেলে আব্দুল আলী (৬০) আলী স্টোর নামের নিজ দোকানের পেছনে বসতী ঘরের মধ্যে গোপনে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্বে এখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

    অভিযানে নবীগঞ্জ থানার ওসি ও উপজেলা মৎস কর্মকর্তা উপিস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content