• শোক সংবাদ

    ধোবাউড়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মরহুম সিরাজুল ইসলাম স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ১:৪২:৫৮ অনলাইন সংস্করণ

    আব্দুল মতিন (মাসুদ) ময়মনসিংহের ধোবাউড়া প্রতিনিধি। ধোবাউড়ায় ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরহুম সিরাজুল ইসলামের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল প্রেসক্লাব মিলনায়তনে ৩/৭/জুলাই শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহকারী অধ্যাপক আব্দুল খালেক পাঠান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, প্রেসক্লাব সদস্য প্রভাষক সুলতান মামুন রতন, প্রেসক্লাব সদস্য কৃষকলীগ সাধারণ সম্পাদক আনিছুর রহমান ইমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও প্রেসক্লাব সদস্য আব্দুল বারেক,ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রেসক্লাব সদস্য, মনোয়ার হোসেন রিপন।, সাংবাদিক ফজলুল হক ও সাংবাদিক কবির উদ্দিন, সাংবাদিক আব্দুল মতিন (মাসুদ) মরহুমের ছোটভাই রফিকুল ইসলাম প্রমুখ।।

    আরও খবর

    Sponsered content