প্রতিনিধি ১৭ জুলাই ২০২০ , ৬:০০:২৯ অনলাইন সংস্করণ
ময়মনসিংহ ধোবাউড়া থেকে স্টাফ রিপোর্টার: ধোবাউড়া উপজেলা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর ধোবাউড়া সাব জোনাল অফিসের এ জি এম আলিমুন রেজা তুহিনের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ উঠেছে। জানা যায়, ধোবাউড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আব্দুল মতিনের নিজস্ব মিটারের ভুতুরে বিলের বিষয়ে অবগত করার পরেও তিনি কোন কর্ণপাত না করে এজিএম তুহিন বিদ্যুৎ দালালদের সাথে টেবিলের সামনে সারিবদ্ধ ভাবে বসিয়ে তার অফিসে আলাপ চারিতায় ব্যস্ত থাকায় কোন উত্তর না দিয়ে হঠাৎ তার পরিচয় জান্তে চায় । সাংবাদিক পরিচয় দেওয়ার পরও এক পর্যায়ে এজিএম উত্তেজিত হয়ে পিয়ন ডেকে বের হয়ে যেতে বলেন,আব্দুলমতিন প্রতিবাদ করায় তাকে অকাট্য ভাষায় গালি গালাজ করে। এছাড়াও অনন্যে গ্রাহকের সাথেও অশুভ আচরণের একাদিক অভিযোগ রয়েছে। এবং কি গণ্য মান্য ব্যক্তিবর্গকে হেনস্থা করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ধোবাউড়া প্রেসক্লাবের সাধারন সভায় নিন্দা প্রস্তাব গৃহীত হয়। এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখার আহবান জানান প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব। এবং ধোবাউড়া সাংবাদিক মহল এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।এ বিষয়ে এজিএম আলিমুন রেজা তুহিনের সাথে বার বার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে সাংবাদিক মহল ঊর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।