• করোনা ভাইরাস নিউজ

    ধোবাউড়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

      প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৬:১৩:০৩ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহের ধোবাউড়া প্রতিনিধি: আব্দুল মতিন (মাসুদ)।। ধোবাউড়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ। ২০জুলাই সোমবার সকালে কারিতাসের উদ্যোগে ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া সেন্ট তেরেজাস মিশন প্রাঙ্গনে ১শ পরিবারের মাঝে করোনা সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    ফাদার পিটার রেমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম। এছাড়াও উপস্থিত ছিলেন, কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং,কারিতাস ময়মনসিংহ অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অসীম মানখিন,দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুপলি চিরান প্রমুখ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলার শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, করোনা ভাইরাস সংক্রমনরোধে সবাইকে সচেতন হতে হবে এবং ঘরের বাহিরে গেলে অবশ্য‘ই মাক্স ব্যবহার করতে হবে। ধোবাউড়া উপজেলায় আর যেন কেউ করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে জন্য সবাইকে সচেতনতা অবলম্বন করে,সরকারি বিধি মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content