• দিবস উদযাপন

    ধামাইলের বিশিষ্টজন প্রতাপ রঞ্জন তালুকদারের বাড়ির বেহাল অবস্থা!

      প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ৬:৩৭:০১ অনলাইন সংস্করণ

    নয়ন ভট্টাচার্য্যঃ সুনামগঞ্জের দিরাইয়ের টাইলা গ্রামে বসবাসরত সুনামধন্য মরমি সাধক কবি, ধামাইলের বিশিষ্টজন প্রতাপ রঞ্জনের বাড়ির অবস্থা একেবারেই খারাপ হয়ে পড়েছে। প্রতাপ রঞ্জন কবির পাশাপাশি একজন সমাজের শ্রেষ্ট যোদ্ধাও বটে।

    সামান্য লেখাপড়া মাত্র ক্লাস টু! আর দারিদ্র্যেতার সাথে জীবন ডাপন করেও এই ক্লান্তির সাথেই রাতের বেলায় লিখেছেন শত শত গান। বিশেষ করে ধামাইলের বিশিষ্টজন হয়ে উঠেন তিনি। উনার লিখা গান সবাই গাইলেও উনাকে চিনে না অনেকেই। বিশেষ করে নিজ গ্রামের মানুষের মাঝেই নেই কোনে চেতনা। গ্রামের অধিকাংশ মানুষ উনার এই মাহাত্ম্য জানে না।

    উনার ছেলেরাই ছিলেন অজ্ঞাত। প্রতাপ রঞ্জন তালুকদারের মৃত্যুর তিন বছর পর তার ছেলে প্রসেন তালুকদার, অন্যদের মাধ্যমে কিছু কিছু জানতে পারেন তার বাবার রেখে যাওয়া মাহাত্ম্যর কথা।

    আজ ১২ বছর পূর্ন হল উনার মৃত্যুর। অথচ ২০১৮ সালে প্রথম দিবস পালিত হয়। উনার লিখা সকল গান, বই বানানোর জন্য প্রথম আলোর একজন সাংবাদিকের কাছে হস্তান্তর করেন উনার ছেলে প্রসেন তালুকদার।

    যদিও এখনো তার কোনো প্রকার কাজ সম্পন্ন হয়নি, তবে প্রসেন তালুকদার আশাবাদী একদিন নিশ্চয়ই উনার বাবা সবার মাঝে পরিচিতি লাভ করবেন।

    আরও খবর

    Sponsered content