প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ১১:২০:৩৮ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। মুঠো ফোনে একাউন্ট খোলে সহজেই টাকা আদানপ্রদান করা ব্যাংকের সম্পূরক হয়ে ওঠা মোবাইল ব্যাংকিংয়ের শীর্ষে ব্র্যক ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতান বিকাশ।
আর এই বিকাশ একাউন্ট ব্যবহারকারীদের টার্গেট করে গড়ে উঠেছে বিশাল প্রতারক চক্র।
প্রতিদিন তাদের প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হচ্ছেন ব্যক্তিগত ব্যবহারকারী বিভিন্ন জন থেকে বিকাশ এজেন্ট ব্যবসায়ী পর্যন্ত।
গতকাল প্রতারণার শিকার হয়ে ৮৬’৭০০/- (ছিয়াশি হাজার সাত শত টাকা) হারিয়েছেন বিকাশ এজেন্ট ব্যবসায়ী সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামের মোঃ শাহ জাহান।
টুক দিরাই খেয়াঘাটে উনার বিকাশ ব্যবসা।
প্রতারক চক্র অভিনব কৌশলে ব্যবসায়ী শাহজাহান এর গ্রীস প্রবাসী আপন মামা মোঃ ইমদাদুল হক এর ব্যবহৃত মোবাইল (ইমো) নম্বর +30 694 407 9921 হ্যাক করে- মামা সেজে ৩ টি বিকাশ পারসোনাল নাম্বারে হাতিয়ে নেয় বিশাল অংকের টাকা।
যোগাযোগ করতে 01797857243 নাম্বার থেকে কল দিয়েছে টাকা নিতে। এখন প্রতারক চক্রের সকল মোবাইল নাম্বারই বন্ধ রয়েছে।
আরও ৩ টি (01893329069,
0181918614,01817851896) পারসোনাল নাম্বার দিয়ে ৯৪ হাজার টাকা দিতে বললে সন্দেহের বসে শাহজাহান সরাসরি গ্রীসে কল করলে বেরিয়ে আসে প্রতারণার বিষয়টি।
সেখান থেকে ইমদাদুল হক জানান উনি ইমোতে টাকার জন্য কোনো টেক্স ম্যাসেজ দেননি!
প্রতারক চক্রের ০১৬৪৬৬৯৩৭ নাম্বারটির ইমো প্রোফাইলে ইংরেজিতে বিডি পুলিশ লেখা রয়েছে।
ঈদকে সামনে রেখে পুঁজি হারিয়ে চোখে অন্ধকার দেখছেন লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করা শাহজাহান।
প্রতারণার শিকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহজাহান টাকা উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন।
শাহ জাহানের জবানিতে ঘটনার বিবরণঃ গ্রীস প্রবাসী আমার আপন মামা মোঃ ইমদাদুল হক এর ব্যবহৃত মোবাইল (ইমো) নম্বর +30 694 407 9921 হ্যাক করে- মামা সেজে নিম্নোক্ত ২ টি বিকাশ পারসোনাল নাম্বারে টাকা প্রেরণের জন্য বললে আমি ২টি মোবাইল নম্বরে ৮৬ হাজার ৭ শত টাকা দেই।
নিম্নে টাকা পাঠানোর বিস্তারিত।
(১) প্রতারকের ০১৬৪৬৬৯৩৭ এই নাম্বারে আমার বিকাশ এজেন্ট ০১৭৭২২০০০৭১ নম্বর থেকে ৩৫৭০ ও ১২’১৩০ টাকা, ও আমার পারসোনাল ০১৭৪৫-৭৫৩৮৬৩ নম্বর থেকে ২০’০০০/- মোটঃ- ৩৫’৭০০/- টাকা।
(২) প্রতারকের ০১৯০৮-০১০২০৮ এই নাম্বারে আমার বিকাশ এজেন্ট ০১৭৭২২০০০৭১ নম্বর থেকে ৫১০০/- ও ২০’৯০০ টাকা, এবং আমার পারসোনাল ০১৭৬৬-৯৯০৯৬৭ নম্বর থেকে ২৫’০০০/- টাকা, মোট ৫১’০০০/- টাকা।
সর্বমোট ৮৬’৭০০/- (ছিয়াশি হাজার সাত শত টাকা)
অজ্ঞাত ব্যক্তি প্রতারণা করে নিয়ে যায়।
পরবর্তীতে আরও টাকা দিতে চাইলে আমার সন্দেহ হলে গ্রীসে মামার কাছে সরাসরি কল দেই, তিনি জানান আমাকে কল দেননি এবং কাউকে কোনো টাকা পাঠাতে বলেননি।
তখন বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি।
আমি একজন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিকাশ ব্যবসায়ী তাই উপরোক্ত বিষয়ে তদন্ত পূর্বক আমার টাকা উদ্ধারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদয় সহযোগিতা প্রার্থী।