• মুক্ত কলাম

    দিরাইয়ের বাউল শিল্পী মহিবুর রহমানের দুঃখে কষ্টে জীবনযাপন

      প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ২:২৬:৪২ অনলাইন সংস্করণ

    দিরাই থেকে মোঃ আনহার গাজী চৌধুরীঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের কৃতি সন্তান, ভাটি বাংলার মনমাতানো বাউল শিল্পী মহিবুর রহমান সরকার ( মুহিব সরকার) অসহায় হয়ে পড়েছেন। তার পাশে আজ কেউ নেই।

    বয়স বেড়েছ, কর্মহীন হয়ে পড়েছেন, গাইতেও পারেননা আগের মতো, যৌবনের সাথে ভাটা পরেছে সুর, তাল, চন্দ সবই। তাই তার পাশে আর কেউ আসেনা। দেখা দিয়েছে একাগ্রতা, নিঃস্বঙ্গতা, তাই সপ্ন ভাঙা আহত পাখির মতোই ভেবেচিন্তে তার দিন গুলো যায়।

    ছোট্ট চাওরা একটি কুঁড়ে ঘর, তৈ তৈ ভাসান পানিতে ডুবু ডুবু অবস্থা। পড়পড় উপক্রম। স্ত্রী সন্তান নিয়ে এখানেই বসবাস করেন মুহিব সরকার। একা একা দাড়িয়ে আছেন ঘরের সামনে। তার মন ভীষন্ন, মুখে দুশ্চিন্তার ছাপ, চুখে অশেষ শূন্যতা। চেয়ে আছেন সীমাহীন আকাশের দিকে, ভাবাপন্নভাবে।

    কেমন আছেন জিজ্ঞেস করতেই তার চোখের কুনে জমে যায় পানি, ভাঙা ভাঙা কন্ঠে বলেন, তেমন ভালো নই ভাই, সর্বনাশা অভাব আমার পিছু ছারলোনা। সমস্ত জীবন কাটিয়ে দিলাম মানুষকে আনন্দ দেয়ার লক্ষ্য। কত গান গাইলাম, কত মঞ্চ কাপালাম।
    সমাজে নান্দনিকতার সুবাস ছড়াতে কত পথ পাড়ি দিলাম, কত নিশিবশাণ করলাম কিন্তু আমার পুড়া কপাল জোড়া লাগলো না।

    বাউল ভাটিয়ালী গান গেয়েছি, এমন কি কবি আনহার গাজী চৌধুরীর রচনায় সাংবাদিক ইদু খানের পরিবেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কত কত গান গেয়েছি। আওয়ামীলীগ দলের উন্নয়নমূলক গান ,নির্বাচনী ষ্টেজে সুরঞ্জিত সেন গুপ্ত, জয়া সেন গুপ্তাকে নিয়ে অনেক অনেক গান গেয়েছি। গানে গানে ভোট চেয়েছি, বিভিন্ন চ্যানেলে, ইউটিউব ও ফেসবুকে প্রচারিত হয়েছে। কিন্তু আমার ভাগ্যেন্নোয়নের কিছুই হলোনা। কতো সরকার এলো গেলো, কোন সরকারের মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান, মেম্বার কতৃক দশ গ্রাম চাল ও সাহায্য পাইনি জীবনে কোনদিন।

    তিনি আফসোস করে বলেন, দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাষণ চলছে। উন্নয়নের জোয়ার বইছে। বহু গরীবের ভাগ্যে সুপ্রসন্ন হয়েছে, কিন্তু আমি কোনো প্রকার ভাতা কিংবা সুবিধা পাইনি। আমি সর্বপ্রকার সুবিধা বঞ্চিত এক বাউল শিল্পী। এটা আমার কপালে বিধির কলমের আঘাত নহে- নিসন্দেহে আমি প্রতিহিংসার স্বীকার।

    সরেজমিনে তার জড়াজীর্ন অবস্থা দেখে কেদে ওটে আমার মন। তাই মুহিব সরকারকে নিয়ে আমার এই লেখনী,এই প্রচেষ্টা। জানিনা আমার এ লেখায় কতটুকু স্বার্থকতা পাবে, কতটুকু উপক্রিত হবে অসহায় মুহিব ভাই।
    অসহায় মুহিব সরকারের প্রতি সহযোগীতার হাত বাড়ানোর জন্য সরকার, সংস্তা ও সংগঠন এবং দেশি ও প্রবাসী সকল বিত্ত্ববানদের কাছে একান্ত অনুরোধ ও মানবিক আকুল আবেদন রহিলো।

    যদি কোন সুহ্নদয়বান ব্যক্তি আমার লেখায় মুহিব সরকারে প্রতি সদয় হয়ে সাহায্য সহযোগীতা করতে চান, তাহলে যোগাযোগ করুণ, মুহিবুর রহমান (মুহিব)
    সরাসরি মোবাইল নাম্বার ০ ১ ৭ ৫ ১ ৫ ৮ ৭ ০ ১ ৫

    আরও খবর

    Sponsered content