• মানববন্ধন

    ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

      প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ১১:৩৬:৩৫ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব॥ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল,স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধ এবং রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বাংলাদেশ উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় মোড়ে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই প্রতিবাদ উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের উপদেষ্টা আবু মহিউদ্দিন, সংসদের সহ সভাপতি এমএস আহমেদ রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ-সম্পাদক ননী গোপাল বর্মন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুচরিতা দেব,উপজেলা সিপিবির সভাপতি আহছানুল হাবিব বাবু,ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, লেখিকা জুই জেসমিন প্রমূখ। এছাড়াও সমাবেশে উদীচীর নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
    সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের কাছে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

    আরও খবর

    Sponsered content