প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৮:৩৩:৫৫ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস ও তার স্ত্রী
সহ নতুন করে ৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়,গত ১১ জুলাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার স্ত্রী, মহিলা বিষয়ক অফিসের সহকারী সহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ জুলাই ৩ জনের নমুনা সংগ্রহ করা হলে গত মঙ্গলবার রাতে তাদের করোনা পজিটিভের রিপোর্ট আসে।করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস,তার স্ত্রী রুপালী দাস,মহিলা বিষয়ক অফিসের একজন, কমিউনিটি স্বাস্থ্য অফিসের একজন,গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের ১ জন, জায়ফর নগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ১ জন এবং অপরজন এনজিও কর্মী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃসমরজিৎ সিংহ জানান,এ নিয়ে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৫২৪ টি স্যাম্পল পাঠানো হয়েছে,যার মধ্যে ৫১৩ টি স্যাম্পলের রেজাল্ট এসেছে।এদের মধ্যে
পজিটিভ হয়েছেন মোট ৬৫ জন।পজিটিভ হয়ে সুস্থ হয়েছেন ৫৪ জন,হোম আইসোলেশানে আছেন ১১ জন, এবং ১১ টি নমুনার ফলাফল এখনও আসেনি।