প্রতিনিধি ২ জুলাই ২০২০ , ৪:১০:০২ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
বিশ্বব্যাপী করোনা মহামারির কারনে মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত। তখনও মানুষের জন্য কাজ করছে পুলিশ বাহিনী।নিজেদের জীবন বাজি রেখে, পরিবার পরিজন ছেড়ে চাকরির টানে মানুষকে সচেতন করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে দেশের আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত এ বাহিনী।মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশ ও কাজ করছে জুড়ীর মানুষকে সচেতন করতে।করোনার কারনে মানুষ সরকারি নির্দেশ মোতাবেক দোকান পাট বন্ধ করে বাড়িতে চলে যায়।কিছু বখাটে,চোর সেই সুবাদে দোকানের টাকা পয়সা চুরি করতে থাকে।এ থেকে জুড়ীর মানুষকে রক্ষার জন্য শুরু হয়েছে গ্রাম থেকে গ্রামাঞ্ছলে বিট পুলিশিং কার্যক্রম।প্রত্যেক টা ইউনিয়নকে কয়েকজন এসআই,এ এসআই এবং কনস্টেবলের সমন্বয়ে দায়িত্ব বন্টন করে দেওয়া ও হয়েছে।আর সেই দায়িত্বের দেখভাল করছেন জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এবং তদন্ত ওসি আমিনুল ইসলাম।
আজ বুধবার উপজেলার কাপনা পাহাড় এলাকায় বিট পুলশিং কার্যক্রমের অনুষ্ঠানে ও উপস্থিত হন তারা।সেখানে বেশির ভাগ চা-শ্রমিকের মধ্যে মাস্ক না থাকায় সাথে সাথে মাস্ক নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার,তদন্ত ওসি আমিনুল ইসলাম,সাব ইন্সপেক্টর সুরুজ আলী,কাপনা পাহাড় চা বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান,সহকারী ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য অমপ্রকাশ বার্মা, চা শ্রমিক ভ্যালীর সভাপতি কমল বুনার্জী প্রমুখ
জুড়ী থানার ওসি মো জাহাঙ্গীর হোসেন সরদার জানান,মানুষ মানুষের সেবা করবে।পুলিশ ও মানুষের সেবা করে আসছে সব সময়।তারই ধারাবাহিকতায় আমরা সাধারন মানুষকে মাস্ক দিয়েছি।মাস্ক ব্যবহারে তাদেরকে করোনা থেকে বাচঁতে কিছুটা সহায়তা করবে।