প্রতিনিধি ২০ জুলাই ২০২০ , ৮:০২:২৯ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ীতে আলোচিত বন্ধু পোল্ট্রি ফার্মে হামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত বন্ধু পোল্ট্রি ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার ৯নং আসামী পশ্চিম আমতৈল গ্রামের আহমদ আলী (৪৪)কে আজ রবিবার দুপুরে জুড়ী বাজার থেকে তাকে আটক হয় বলে জানিয়েছে পুলিশ।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের ভবানীগঞ্জ বাজারস্থ বশির শপিং কমপ্লেক্স থেকে তাকে আটক করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,পোল্ট্রি ফার্মে হামলার অন্যতম আসামী আহমদকে আদালতে প্রেরণ করা হয়েছে।এজাহারভূক্ত সব আসামীকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১লা মে রাতে উপজেলার আমতৈল গ্রামে অবস্থিত বন্ধু পোল্ট্রি ফার্মে হামলা, ভাঙচুর ও লুটপাট এর ঘটনায় খামার মালিক দীনবন্ধু সেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুককে প্রধান আসামী করে জুড়ী থানায় একটি মামলা (নং-১, তারিখঃ ০২.৫.২০২০ইং, ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩৭৯/৪২৭/১১৪/৫০৬) দায়ের করেন। মামলায় ১২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করা হয়।
এর আগে পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাসের বাড়ি থেকে আরেক আসামী পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাসকে গ্রেফতার করা হয়েছিল।