প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ২:২৫:১৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মাদকদ্রব্য মদ ও গাঁজা সহ ৫ ব্যবসয়ীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানা পুলিশ ১৮ ই জুলাই দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরের মৃত রুছমত আলীর ছেলে জমির আলী (৩৬), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে জাবের মিয়া (২০), একই এলাকার মৃত নানু মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩২), তেরা মিয়ার ছেলে নওশাদ মিয়া (৩০), পৌর এলাকার আলখানা পাড়ের জয়নাল আবেদীন (৫৯)। তমধ্যে মাদক বিক্রেতা জয়নাল আবেদীন কে গাঁজাসহ, রানীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ জমির আলীকে গ্রেপ্তার করেন। এছাড়া কুশিয়ারা নদীর পাড় থেকে মদ্যপানরত অবস্থায় ৫ লিটার দেশিয় মদসহ অপর তিনজন কে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিক্রেতাসহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।