• ত্রাণ বিতরণ

    জগন্নাথপুরে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেছেন ইউএনও মেহেদী হাসান

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২০ , ১:৩১:০৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বন্যায় ক্ষতিগ্রস্থ জগন্নাথপুরে পানি বন্দী ৮৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছেন নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় চলতি বন্যায় পানি বন্দী সুনামগঞ্জের জগন্নাথপু জগন্নাথপুর পৌরসভার একাংশ, উপজেলা রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্দি দুস্থ ও অসহায় ৮৯টি পরিবারের মাঝে ৩০ শে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ।

    এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ প্রমূখ।
    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়ের দিক নির্দেশনায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বন্যার্তদের মাঝে বিতরণ করেছি। এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content