প্রতিনিধি ১৬ জুলাই ২০২০ , ৮:৫২:৩০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু (৫০) নামক এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৫ ই জুলাই রোজ বুধবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পৌর শহরস্থ জগন্নাথপুর -সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রাম নিবাসী মৃত মোঃ সোনাফর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আবু মিয়া (৩৫) কে ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। আজ ১৬ ই জুলাই রোজ বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর থানার এসআই মনির হোসেন গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আবু মিয়া (৩৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
Notifications