প্রতিনিধি ১৯ জুলাই ২০২০ , ১:৩৯:০৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃ চুরি হওয়া মালামাল সহ শফিকুল (৩৪) নামক এক চুরকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে আজ সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত উপজেলার বাতিরকান্দী গ্রাম নিবাসী মোঃ আক্তার হোসেন এর মালিকানাধীন আক্তার ওয়ার্কসপে গত ১৪ ই জুন দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্কসপ এর মালিক মোঃ আক্তার হোসেন বাদী হয়ে ১৮ ই জুলাই অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে ছাতক থানায় মামলা দায়ের করেন ( মামলা নং -২২)। মামলার পরিপেক্ষিতে সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোঃ বিল্লাল হোসেন, ইন্সপেক্টর তদন্ত মঈন উদ্দিন ও ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান এর দিক নির্দেশনায়় মামলার তদন্তকারী অফিসার এসআই হাবিবুর রহমান- পিপিএম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গুপ্তচর নিয়োগ এর মাধ্যমে মামলার রহস্য উদঘাটন সহ চোরাই যাওযা মালামাল হতে ২টি ওয়েল্ডিং মেশিং, একটি পানির মটর, গাড়ী তোলার একটি চেইন কপ্পা উদ্ধার সহ চুর দলের সর্দার উপজেলার কুমনা বাজনা মহল গ্রাম নিবাসী মোঃ শফিকুল ইসলাম (৩৪) কে ১৮ ই জুলাই দিবাগত রাতে তাহার নিজ বাড়ী হইতে গ্রেপ্তার করেন।
আজ রোববার ১৯ শে জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সেচ্ছায় ১৬৪ ধারা মতে কথিত শফিকুল ইসলাম স্বীকারোক্তি প্রদান করেছে। বিজ্ঞ আদালত তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান পিপিএম গ্রেপ্তার এর সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চুর শফিকুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করা হয়। আজ তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।