প্রতিনিধি ১৮ জুলাই ২০২০ , ৫:৪৬:২৯ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
নতুন করে ৫ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া হাসপাতালের স্টাফ ১ জন, জয়চন্ডী ইউনিয়নের লইয়ারহাই এলাকার ১ জন, রাউৎগাও ইউনিয়নের মনরাজ এলাকার ১ জন, হাজীপুর ইউনিয়নের ভুইগাও এলাকার ১ জন ও টিলাগাও ইউনিয়নের লহরাজপুর এলাকার ১ জনসহ মোট ৫ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৩৬ জনে। এরমধ্যে ১০১ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত হয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৫ জন হোম আইসোলেশনে রয়েছেন।