প্রতিনিধি ৯ জুন ২০২০ , ১:৫৪:৫০ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। সুনামগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে মুক্ত চিন্তার সামাজিক সংগঠন ৭১’র চেতনা সুনামগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (০৯ জুন) সকালে ৭১ চেতনার অস্থায়ী কার্যালয়ে ঐ সেচ্ছাসেবক দল গঠন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সদস্যরা হলেন দুর্জয় দত্ত পুরকায়স্থ, এস.এ. তাহের আলী, আরিফুল হাসান সোহান, অমিত দাস গুপ্ত, লুৎফুর রহমান লাবিব, ইয়াছির আহমেদ জাওয়াদ, অভিজিৎ পাল, মো: সানোয়ার আহমেদ, মারুফ আল মারজান, মো: সাজিদুর রহমান, আসিফ মিয়া, সাদিকুর রহমান, হাসিবুর রহমান রিফাত, জুবেল আহমেদ, রিমন পাল প্রমুখ।
পরে ৭১’র চেতনার স্বেচ্ছাসেবক দলের তালিকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।
৭১’চেতনা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, করোনাকালে সেবার হাত বাড়িয়ে দিতে আমরা এই স্বেচ্ছাসেবক দল গঠন করেছি।