প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৬:৫৬:৫৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত হয়েছেন এবং ১ জন আহত হয়েছেন। নিহতের নাম মঞ্জু মিয়া(২২)। সে সেলবরষ ইউনিয়নে শলপ গ্রামের ফুলচান মিয়ার ছেলে এবং আহত সাব্বির মিয়া (২২) ও একই গ্রামের সোনা মিয়ার ছেলে ।
আজ শনিবার সকালে হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনাটি ঘটে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক মিলে সকালে উপজেলার পাশ্ববর্তী মনাই নদীতে মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে মঞ্জু মিয়া নামে এই যুবক ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং গুরুত্বর আহত অবস্থায় সাব্বির মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ দিলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।