প্রতিনিধি ১৬ জুন ২০২০ , ১:২০:৩৫ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্ক।। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের অকাল মৃত্যুতে
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা শাখার শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক এবং দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা মোঃ এনামুল হক এনাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মোঃ এনামুল হক এনাম বলেন- বৈশ্বিক মহামারী করোনার কারণে বাংলাদেশে এ পর্যন্ত ৯৪ হাজারের উপর করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গিয়েছে এক হাজার দুইশতর উপর৷
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে লকডাউনের কর্মহীন মানুষের পাশে দাড়ায় আ’লীগের দলীয় নেতা-কর্মীরা। যার ফলে নেতাকর্মীরা সর্ব সাধারণের সাথে মিশে অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন৷
ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাবেক দুইবারের মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সহ বিভিন্ন স্তরের আরো অনেক নেতাকর্মী প্রাণ হারিয়েছেন, ও আক্রান্ত হয়েছেন- মন্ত্রী, এমপি সহ আরো অনেকে৷
মোঃ এনামুল হক এনাম আরো বলেন বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন এক সৎ ও কর্মী বান্ধব জনপ্রিয় নেতা৷
জনাব কামরান সবসময় বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা – চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবসময় ধারণ করে চলেছেন৷
ব্যক্তিগত ভাবে মনে করি, কামরান সাহেব আজীবন বেঁচে থাকবেন তার কর্মীসমর্থকদের অন্তরে চির সবুজ হয়ে ৷
মোঃ এনামুল হক এনাম জননেতা বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত কামনা করেন ও উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্যঃ বদর উদ্দিন আহমদ কামরান গত কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে ফুসফুসের জটিলতার কারণে এয়ার এম্বুল্যান্সের মাধ্যমে উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকায় গিয়েছিলেন।
১৪ জুন দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।