• লিড

    সিলেট মদিনা মার্কেটে ব্যাংকের সামনেই ৩ লাখ টাকা ছিনতাই আহত-১

      প্রতিনিধি ৭ জুন ২০২০ , ১২:৫১:০২ অনলাইন সংস্করণ

    ছবি ফোকাস নিউজ।

    ভাটি বাংলা ডেস্ক: সিলেট নগরীতে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলে নিচে নামতেই ওই ব্যক্তিকে ছিনতাইকারীরা জাপটে ধরে গাড়িতে তুলে পার্শ্ববর্তী চা-বাগানে নিয়ে গিয়ে মারধর করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা তাকে সেখানেই ফেলে রেখে যায়।
    জানা গেছে, সিলেটের মদিনা মার্কেটের শাপলা গলির বাসিন্দা আব্দুল হক মদিনা মার্কেট রূপালী ব্যাংকের শাখা থেকে ব্যক্তিগত তিন লক্ষ টাকা তুলেন ১২ টা ১৭ মিনিটে। টাকাগুলো পকেটে ভরে ব্যাংকের নিচে নামতেই সিএনজি অটোরিকশাযোগে ৩/৪ জন ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। সেখানে গিয়ে আব্দুল হকের মাথায় শক্ত রুল দিয়ে এবং ধারালো ক্ষুর দিয়ে হাতে আঘাত করে তার কাছ থেকে ওই তিন লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে মানুষজন তাকে একটি গাড়িতে করে বাসায় পাঠান।
    এ বিষয়ে আব্দুল হক জানান, আমি মদিনা মার্কেট রূপালী ব্যাংক এর শাখা থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে নিচে আসামাত্র ৩/৪ জন ছিনতাইকারী, ছিনতাইকারী এসে তাকে জাপটে ধরে এবং ধারালো অস্ত্রের মুখে সিএনজি অটোরিকশায় তুলে গোয়াবাড়ি এলাকার চা বাগানে নিয়ে যায়। আমাকে মারধর করে ৩ লাখ টাকা নিয়ে গেছে। তাদের মুখে মাস্ক ছিলো, তাই চেনা যায়নি। এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আব্দুল হক জানান।
    এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া জানান, এখনও এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। তবু বিষয়টা যেহেতু জানলাম, খোঁজ নিয়ে দেখতেছি। বর্তমানে কোতোয়ালী থানার এক দল পুলিশ নিয়ে ঘটনার স্থাল পরিদর্শণ করেন এস আই হাবিব ।

    আরও খবর

    Sponsered content