• করোনা ভাইরাস নিউজ

    সিলেট বিভাগে করোনা সংক্রমণঃ শীর্ষে সিলেট জেলা- নিম্নে মৌলভীবাজারে

      প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৯:৫৫:১৭ অনলাইন সংস্করণ

    ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি:: সিলেট বিভাগে করোনাভাইরাস সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থায় আছে সিলেট জেলা এবং তুলনামুলক নিরাপদ অবস্থানে মৌলভীবাজার।

    জানা গেছে, সিলেটে অন্য তিন জেলার চাইতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার মৌলভীবাজারেই সব থেকে কম। এ পর্যন্ত ওই জেলায় আক্রান্ত হয়েছেন মাত্র ৩৫৫ জন। আর মৃত্যু হয়েছে মাত্র ৪ জনের। যা সিলেট জেলার তোলনায় ৪ গুণ কম।

    অন্যদিকে, করোনাক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাকি তিন জেলার চাইতে মৌলভীবাজারে কম।

    বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে বর্তমানে মৌলভীবাজার জেলার ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও আক্রান্ত ও উপসর্গ- সব মিলিয়ে ভর্তি আছেন ১৬ জন। যা অন্য তিন জেলার তোলনায় অনেক কম।

    তবে মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা হবিগঞ্জ থেকে বেশি। হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ২৭৪ জন।

    উল্লেখ্য, আজ বুধবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত হয়েছেন ৩৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৪৪, সুনামগঞ্জে ৮৬৮, হবিগঞ্জে ৪৬৪ ও মৌলভীবাজার জেলায় ৩৫৫ জন।

    আর সিলেটে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬, সুনামগঞ্জে ৫, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৪ জন।

    আরও খবর

    Sponsered content