• করোনা ভাইরাস নিউজ

    সিলেটের সাবেক মেয়রের স্ত্রীর পরে  বর্তমান মেয়রের স্ত্রীও করোনায় আক্রান্ত

      প্রতিনিধি ৩ জুন ২০২০ , ১০:৫৯:২৪ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। সিলেট সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়রের ঘরে হানা দিয়েছে করোনা ভাইরাস।
    মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরানের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
    উদ্বেগ আর উৎকন্ঠার মাঝে কাটছে এ দুটি পরিবারের সদস্যদের দিনকাল। ইতিমধ্যে দুটি পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে নগরবাসীর কাছে।
    মঙ্গলবার (২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা সামা হক চৌধুরীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনি বর্তমানে বাসায় আছেন।
    মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে আরিফুল হক চৌধুরী সহ তার পরিবারের লোকজন কোয়ারেন্টিনে রয়েছেন। ওই সময় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে।
    এদিকে সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আছমা কামরানের করোনা শনাক্ত হয় গত ২৭ মে । তাঁর নমুনাও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
    একই সময়ে কামরান নমুনা দিলেও তাঁর ফলাফল নেগেটিভ আসে। বদর উদ্দিন আহমদ কামরানও কোয়ারেন্টিনে রয়েছেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content