প্রতিনিধি ২১ জুন ২০২০ , ৬:৪৪:২৮ অনলাইন সংস্করণ
কাজী জমিরুল ইসলাম মমতাজ
বাবা বিহনে জীবন যেখানে,
আদর করেনা সেখানে,
কি যে হায় কালের বিবর্তনে,
বাবার আদর পাইনি কোনখানে।
বাবা বাবা বলে ডাকি যে বারে বারে,
বাবা ডাকের জবাব নাহি আসেরে,
সূখ দূঃখের সাথী আর কেহ হয়নারে,
বাবা বিহনে আর কেহ সাথী হবেনারে।
বাবা বিহনে এই ধরাধামে বাবার আদর নাইরে,
বাবা থাকতে বাবার আদর সঞ্চয় করে লওরে,
কি অবাক ধরাধামে বাবার আদর কেউ করেনারে,
সময় থাকতে বাবার আদর কাজে লাগাওরে।
বাবা বিহীন জীবন করের মতন,
বাবা থাকতে করে নাও যতন,
সময় পুড়িয়ে গেলে পাবেনা রতন,
সকল বাবার জন্য অজস্র প্রাণ খোলা আলিঙ্গন।
লেখকঃঃ কাজী ও সাংবাদিক।