প্রতিনিধি ২০ জুন ২০২০ , ৫:৪০:১৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মরনব্যাধী করোনাভাইরাসে জগন্নাথপুরে লকডাউন চলাকালীন মধ্যবিত্ত, দিনমজুর হত-দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ অনুপ্রেরণায় ৫০০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । এই দুর্যোগময় মুহূর্তে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনাক্রমে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর অনুপ্রেরণায় সাসেক্স বিএনপির সভাপতি কাউন্সিলার আলহাজ তফজ্জুল হোসেন, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি আব্দুর রব, যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া ও সেন্টারবন বিএনপির সহ সভাপতি আখলিছ খাঁন এর সার্বিক সহযোগিতা এবং অর্থায়নে দেওয়া পাঁচশত (৫০০) ব্যাগ খাদ্য সামগ্রী আজ ২০ শে জুন রোজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহবায়ক ডাঃ রাজা মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল হাশিম ডালিমের পরিচালনায় অত্র এলাকার শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ ও জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা আক্তার।
এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামীম আহমেদ, সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা মামুনুর রশিদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদল নেতা ইমরান আহমদ প্রমুখ।
খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন মিলন বলেন কোভিট ১৯ নোবেল করোনা ভাইরাসের পাদু্র্ভাবে দেশ ও জাতি দুর্যোগকালীন সময় অনাহারে অর্ধাহারে অতিবাহিত করছে, টিক জাতির এই দুর্যোগে কালিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্টনায়ক তারেক রহমান জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য কে নির্দেশ প্রধান করেছে গভীর অসহায়, দুস্থ দিনমজুর মধ্যবিত্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করে যেথে আমরা তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপির তিন তিন বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের অনুপ্রেরণায় যুক্তরাজ্যস্ত অবস্থানরত জগন্নাথপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দের অর্থায়নে ইতিমধ্যে জগন্নাথপুর পৌরসভায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন,পাইল গাঁও ইউনিয়নের গরীব অসহায়, দিনমজুর দের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গরীব অসহায় ৫০০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি।
পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে। বিএনপি সব সময় জনগনের পাশে থাকা একটি দল, অতীতের ন্যয় বর্তমানে সকল নেতা কর্মী অসহায় মানুষের পাশে দাড়িয়েছে ভবিষ্যতেও থাকবে,দলের সকল নেতাকর্মীদের এক হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ঐক্য বদ্ধ ভাবে কাজ করা আহবান জানান। জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত এম এ মুকিত উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দদের উদ্দেশ্য বলেন প্রত্যেকের সামর্থ অনুযায়ী এই দুর্যোগে অসহায় মানুষের শোকে দুঃখে পাশে থেকে সহযোগীতা করে যাওয়ার আহবান করেন।