• গ্রেফতার/আটক

    ময়মনসিংহে (ডিবি)র অভিযানে চোরাই চক্রের মূল হুতা ও মাদক ব্যবসায়ী সহ চার জন গ্রেফতার

      প্রতিনিধি ১৮ জুন ২০২০ , ৪:৪৪:৩২ অনলাইন সংস্করণ

    ময়মনসিংহ জেলা প্রতিনিধি।। গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মোটর সাইকেল চোরাই চক্রের মূল হোতাসহ তিন চোর ও মাদক ব্যবসায়ীসহ চারজন কে গ্রেফতার করা হয়। অভিযানের সময় দুটি চোরাই মোটর সাইকেল ও চারশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দিনে ও রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের নামে পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

    প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ বিভাগীয় নগরীর জনবহুল বিভিন্ন স্থান থেকে মটরসাইকেল চুরি হয়ে আসছিল। চাকুরীজীবি ও ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ তাদের প্রয়োজনে নগরীর দোকান, ব্যাংক, জনবহুল মার্কেটের সামনে মোটর সাইকেল রেখে প্রয়োজনীয় কাজে গেলে একটি চক্র দ্রুততম সময়ে মোটর সাইকেল চুরি করে স্বল্প সময়ে পালিয়ে যাচ্ছে। গত ১০ মে, ২০২০ তারিখ দুপুর সোয়া ১২টারদিকে বিভাগীয় নগরীর ছোট বাজার উত্তরা ব্যাংকের নিচে রাস্তার পাশে এক ব্যক্তি তার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটর সাইকেল রেখে ব্যাংকের ভিতরে যান। পরবর্তীতে কিছু সময় পরে ঐ ব্যক্তি তার মোটরসাইকেলটি আর পায়নি। এছাড়া গত ১৩ মে বিকাল পৌনে চারটার দিকে নগরীর নতুন বাজার ট্রাফিক মোড় সংলগ্ন ফলের দোকানের সামনে পাকা রাস্তার পাশে একটি ডিসকভার মোটর সাইকেল রেখে গেলে অতি দ্রুততম সময়ে এ মোটর সাইকেলটিও চুরি হয়ে যায়।
    ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, পর পর দুটি মোটর সাইকেল ঘটনায় মোটর সাইকেলের মালিকগণ কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৫০(৫)২০ এবং মামলা নং ৩৮(৬)২০২০ দায়ের করে। ব্যস্ততম বিভাগীয় নগরীর প্রাণ কেন্দ্র থেকে দিনে দুপুরে পর পর দুটি মোটর সাইকেল চুরির ঘটনায় মামলা হলে পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে।
    তিনি আরো জানান, মোটরসাইকেল দুটি চুরি হওয়া এলাকাসহ জেলা পুলিশের মিডিয়া সেন্টারের সিসি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে জেলা পুলিশের মিডিয়া সেন্টারের সিসি ফুটেজে চোরচক্রের চেহারা সনাক্ত করা সম্ভব হয়। তাৎনিক ঐ চোরচক্রের সদস্যদের পরিচয় নিশ্চিত হতে না পেরে ডিবি পুলিশ প্রতিদিনই মিডিয়া সেন্টারের সিসি ক্যামেরা পর্যালোচনা করতে থাকে। গত ১৭ জুন আবারো সিসি ফুটেজ পর্যালোচনায় ঐ চেহারার লোকটিকে ছোট বাজার দেখতে পেয়ে দ্রুততম সময়ে উক্ত স্থানে গিয়ে চোরকে আটক করতে সম হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও পূর্বের চুরির ভিডিও ছবি দেখালে সে পর্যায়ক্রমে চুরির কথা স্বীকার করে। পরে তাকে নিয়া অভিযান পরিচালনা করে ২টি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।
    এ সময় তার আরো দুই সহযোগী মোটরসাইকেল চোর দেলোয়ার হোসেন, আল আমীন ও শফিকুল ইসলাম রাসেল। এছাড়া পৃথক আরেক অভিযান পরিচালনা করে চারশত পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে নান্দাইল থেকে গ্রেফতার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content