• করোনা ভাইরাস নিউজ

    ময়মনসিংহের ত্রিশালে হিমঘরে পড়ে আছে ছেলের লাশ! ৪৩ দিন পরে দাফনে পিতার সম্মতি

      প্রতিনিধি ৪ জুন ২০২০ , ৬:৪৪:৪৬ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হিমঘরে ৪৩ দিন ধরে পড়ে আছে নিহত আরাফাতের মরদেহ! করোনা সন্দেহের বসে দাফনের জন্য লাশ নিচ্ছেন না পিতা!

    অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সুজন ময়মনসিংহ মহানগর কমিটির সাধারণ সম্পাদক আলী ইউসুফ, কোতোয়ালি পুলিশ ও বৈশাখি টেলিভিশনের সাংবাদিক আ ন ম ফারুকের সহায়তায় ও মধ্যস্থতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর থেকে পিতা মজনু মিয়ার কাছে এই লাশ হস্তান্তর করা হয়। এর আগে করোনা সন্দেহে নিহতের পিতা, ছেলের লাশ নিতে  অনীহা প্রকাশ করে বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আবেদন করেন। খবর পেয়ে সুজন মহানগর সাধারণ সম্পাদক আলী ইউসুফ তার পিতা মজনু মিয়ার কাছে লাশ হস্তান্তরের উদ্যোগ নেন। এদিকে বৈশাখি টেলিভিশনের সাংবাদিক আ ন ম ফারুক নিহতের পিতার সাথে বৃহস্পতিবার দুপুর থেকে আলোচনা চালিয়ে যান। বহু জল্পনা-কল্পনার অবশেষে সন্ধ্যায় তার পিতার কাছে লাশ হস্তান্তর করা হয়। তবে সামাজিক বাধা ও আর্থিক অনটনের কারণে পিতা মজনু মিয়া ছেলের মৃত দেহ নিতে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায়  সাংবাদিক আ ন ম ফারুক আরাফাত হোসেনের  মৃত্যু দেহ দাফনের দায় নিজের কাঁধে তুলে নেন। এ ব্যাপারে সুজন মহানগরের সাধারণ সম্পাদক আলী ইউসুফ জানিয়েছেন রাতেই লাশ দাফন হবে। এদিকে বৈশাখি টেলিভিশনের সাংবাদিক আ ন ম ফারুক বলেন, মজনু মিয়ার বাড়ি ত্রিশাল। তার ছেলে নিহত আরাফাতের দাফন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা সমালোচনা ঝড় বইতে থাকায় এবং কেউ এগিয়ে না আসায় ত্রিশালের সম্মান অক্ষুন্ন রাখতে মেয়র আনিছুর রহমান এবং আরাফাতের পিতা মজনু মিয়ার সাথে বার বার যোগাযোগ করে ত্রিশালেই লাশ দাফনের ব্যবস্থা করি।

    আরও খবর

    Sponsered content