• খেলাধুলা

    মাশরাফি ভাল আছেন, জানালেন টেস্ট করান নি-

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ১১:০৬:৩৭ অনলাইন সংস্করণ

    ডেক্স নিউজ:: প্রায় আট দিন পার হতে চলল মাশরাফী বিন মোর্ত্তজার করোনাভাইরাসে আক্রান্ত হবার। এরমধ্যে তিনি সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। প্রথম কদিন জ্বর, সর্দি থাকলেও সেসব আর নেই।

    তবে বেশ কিছু গণমাধ্যমে বিভিন্ন রকম গুজব ছড়ানো হয়েছে তার নামে। করোনা আক্রান্ত হবার দুই দিনের মাথায় তিনি কেবিন পাচ্ছেন না হাসপাতালে এমন একটি খবর ছড়ানো হয় একটি গণমাধ্যমে।

    এমন খবরের পর সেটি  মাশরাফী তার অফিসিয়াল ফেসবুক পেজে পরিষ্কার করেন ব্যপারটি। তিনি জানান, হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়েনি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই গিয়েছেন হাসপাতালে।

    এরপর আজ আটদিনের মাথায় খবর ছড়ায়, মাশরাফী সুস্থ হয়েছেন তা করোনা পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। এমন খবরে মাশরাফি জানিয়েছেন, তিনি এখনও পরীক্ষা করাননি। নিয়ম অনুযায়ী ১৪ দিন পর পরীক্ষা করাবেন তিনি। যেসব খবর বেরোচ্ছে সেসব সত্য নয়।

    ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে।’

    বর্তমান শারীরিক অবস্থা নিয়ে লিখেছেন, মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

    আরও খবর

    Sponsered content