• গ্রেফতার/আটক

    ময়মনসিংহের ত্রিশালে ডিবি পুলিশের হাতে ২৭ জুয়াড়ি আটক, জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার

      প্রতিনিধি ২ জুন ২০২০ , ৩:২৪:৫৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ত্রিশাল থানা এলাকায় জুয়ার বোর্ডে হানা দিয়ে জুয়াখেলা রত অবস্থায় ২৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা ময়মনসিংহ নগরীকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ মুক্ত করতে শুরু থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তারিধারাবাহিকতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং ০১/০৬/২০২০ তারিখ বিকালা ৩.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বাসষ্ট্যান্ড সংলগ্ন গুলশান সিনেমা হল নামক পরিত্যাক্ত বিল্ডিং এর তৃতীয় তলা হইতে জুয়া খেলারত অবস্থায় জুয়ারি আসামী ১। মোঃ জাকির হোসেন (৪০), পিতা-গোলাম হোসেন,সাং-ইটখোলা বাজিতপুর, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, ২। আরমান উল্লাহ ওরফে আমান (৪৫), পিতা মৃত-জালাল উদ্দিন, সাং-গজারিয়াপাড়া, থানা-জয়বেদপুর, জেলা-গাজীপুর, ৩। মোঃ শরীফুল ইসলাম জনি (৩৩), পিতা-নিজাম উদ্দিন, সাং-নকলা বাজার, থানা-নকলা, জেলা-শেরপুর, ৪। কামরুল ইসলাম (৩৫), পিতা মৃত-অহেদ আলী, সাং-ভরাডোবা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, ৫। আনিছুর রহমান স্বপন (৩৫), পিতা-হাসমত আলী খান, সাং-ধানীখোলা ভাটি দাসপাড়া, থানা-ত্রিশাল, ৬। রফিকুল (৫০), পিতা মৃত-আবুল কাশেম, সাং-নোয়ধার ০৬নং ওয়ার্ড, থানা-ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহ, ৭। মোঃ মমিন মিয়া (৩৫), পিতা-লাল মিয়া, সাং-বাহারামখানপাড়া, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জ, ৮। মোঃ শাখাওয়াত হোসেন রাসেল (৩৮), পিতা-বেলায়েত হোসেন, সাং-পারলা, থানা-সদর, জেলা-নেত্রকোণা, ৯। মোঃ জজ মিয়া (৪০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, সাং-বলদারচর , থানা-নান্দাইল, ১০। কামাল হোসেন (৪৫), পিতা মৃত-আব্দুল হাকিম, সাং-রামপুর, থানা-ত্রিশাল, ১১। সাহাব উদ্দিন (৫৫), পিতা মৃত- উমর আলী,সাং-মীরকা, থানা-ভালুকা, ১২। হুমায়ুন কবির (৩৫), পিতা মৃত-ফজর আলী, সাং-আউলটিয়া, থানা-ত্রিশাল, ১৩। শেখ মিরাজ (৩৫), পিতা-হাফিজ উদ্দিন, সাং-বাগান, থানা-ত্রিশাল, ১৪। চানু (৬০), পিতা মৃত-আব্দুল, সাং-পূর্ব ডাপুনিয়া, থানা-গৌরীপুর, ১৫। হারুন (৫৫), পিতা-আঃ ওয়াহেদ, সাং-বর্দনপাড়া, পোষ্ট-রামগোপালপুর, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ ১৬। রমজান আলী (৫০), পিতা মৃত-পেয়ার বক্স, সাং-রেল ষ্টেশন ২নং গেট, থানা-কোতোয়ালী, ১৭। আক্কাছ আলী (৩৫), পিতা মৃত-গোলাম মোস্তফা, সাং-বাগান, থানা-ত্রিশাল, সর্ব জেলা-ময়মনসিংহ, ১৮। আবুল কালাম (৫০), পিতা মৃত-নাদন হাওলাদার, সাং-আজগিরচালা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ১৯। সুরুজ (৫০), পিতা মৃত-কদম আলী ফকির, সাং-কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা), থানা-শ্রীপুর, জেলা-ময়মনসিংহ, ২০। আক্তার (৪০), পিতা-মফিজুল হক, সাং-কুসাদিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২১। মোস্তাফিজুর রহমান (৪৫), পিতা মৃত-আঃ মান্নান,সাং-ইউসুফাবাদ, থানা-গৌরীপুর, ২২। শহিদুল (৩২), পিতা মৃত-ফজলুল হক, সাং-দত্তপুর, থানা-নান্দাইল, ২৩। নারায়ণ ঘোষ (৫২), পিতা মৃত-মহিন্দ্র ঘোষ, সাং-বাগানবাড়ী, থানা-গৌরপুর, সর্ব জেলা-ময়মনসিংহ, ২৪। মান্নান (৩৫), পিতা-আঃ মোতালেব, সাং-ঢনঢনিয়া, থানা-শ্রীরবদী, জেলা-শেরপুর, ২৫। আঃ রশিদ (৬৪), পিতা মৃত-সুরুজ মিয়া, সাং-মুনসেফপাড়া, থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ২৬। সাদির উদ্দিন (৪৫), পিতা-আঃ কুদ্দুস, সাং-গোপিনাথখিলা, থানা-পূর্বধলা, জেলা-নেত্রকোণা ২৭। জুয়েল (৪৫), পিতা-হাজী আঃ মালেক, সাং-কাচিনা,থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content