প্রতিনিধি ২২ জুন ২০২০ , ১০:৫০:০৩ অনলাইন সংস্করণ
ইকবাল হোসেন রিজন, মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের ৩ জন সহ ৮ জনের দেহে করোনা ভাইরাস (কভিড ১৯)শনাক্ত হয়েছে, যা উপজেলায় একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্তদের মধ্যে হাসপাতালের এক চিকিৎসক ও থানার এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫জনে। এরমধ্যে ৮জন সুস্থ হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনার বিভিন্ন উপসর্গ থাকায় গত ২০ জুন ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। আজ সোমবার দুপুরে তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া এই ৮ জনের মধ্যে হাসপাতালের এক ডাক্তার ও তাঁর স্ত্রী, বড়লেখা থানার একজন এসআই, পৌরসভার হাটবন্দ এলাকার একই পরিবারের তিনজন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের একজন এবং তালিমপুর ইউনিয়েনর একজন রয়েছেন।