• লিড

    বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে জগন্নাথপুরে নদ-নদীর পানি বৃদ্ধি, আগাম বন্যার আশংকা

      প্রতিনিধি ৬ জুন ২০২০ , ৩:০৩:৫৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের সবকটি নদ-নদী ও হাওরে তরতর করে পানি বাড়ছে। ইতিমধ্যে পানির নীচে তলিয়ে গেছে নিম্নাঞ্চল এর রাস্তা -ঘাট।মহামারী করোনাভাইরাস এর চলমান দুর্যোময় সময়ে আগাম বন্যার আশংকা বিরাজ করছে জগন্নাথপুরবাসীর মনে।

    আজ শনিবার (৬ ই জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিগত কয়েক দিন ধরে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশা-পাশি উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর, রত্না, ডাউকা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশা-পাশি খাল-বিল এবং হাওর গুলোতে তরতর করে পানি বাড়ছে।যদ ইতিমধ্যে উপজেলার নিম্নাঞ্চলের গ্রামের পর গ্রামের  মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। বাড়ীর আঙ্গিনায় পানি ছৌই ছৌই। পানির নীচে তলিয়ে গেছে রাস্তা -ঘাট। উপজেলা সদর সহ এ বাড়ী ও বাড়ী যাতায়াত করছেন নিম্নাঞ্চলে বসবাসকারী জনসাধারণ। যদিও এখনো বিপদ জনক ভাবে বৃদ্ধি পায়নি পানি। তবে আরো কয়েক ফুট পানি বাড়লেই অতিক্রম করবে বিপদ সীমা।দেখা দিবে অকাল বন্যা। এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন মানুষ।

    এব্যাপারে উপজেলার নিম্নাঞ্চলে অবস্থিত বেতাউকা,দাসনোয়া, কান্দারগাঁও- নোয়াগাঁও এবং ভুরাখালী গ্রামের একাধিক ব্যাক্তি তাদের মতামত ব্যাক্ত করতে গিয়ে বলেন,  থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলের পানিতে  নদ-নদী ও হাওরের পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে আমাদের রাস্তা ঘাট পানির নীচে তলিয়ে গেছে। টলের পানিতে বাড়ী-ঘরের আঙ্গিনার ধারে কাছে। নৌকা যোগে চলাফেরা করছি। মহামারী করোনাভাইরাস এর দুর্যোগকালীন সময়ে প্রবল বর্ষন আর পাহাড়ি ঢলের পানি মরার উপর খারার ঘা হয়ে দেখা দিচ্ছে। আগাম বন্যার আশংকায় দিনাতিপাত করছি। কখন জানি কি হয়।

    আরও খবর

    Sponsered content