• মৌলভীবাজার

    বড়লেখায় ৭ টি ভারতীয় মহিষ আটক-

      প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৯:০০:৪৯ অনলাইন সংস্করণ

    মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে আসা একটি মহিষের চালান জব্দ করেছে বিজিবি।

    শনিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বোবারথল বিওপির বিজিবি টহল ভারতীয় এ মহিষের চালানটি মালিক বিহীন অবস্থায় জব্দ করে। এসময় বিজিবির ধাওয়া খেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা।

    জব্দ করা চালানে ৭টি মহিষ রয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বানদারী বিজিবি’র বোবারথল বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. সোলাইমান আলী।

    বিজিবি ৫২ ব্যাটালিয়নর অধিনায়ক লে কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, দু’জন চোরাচালানী সীমান্ত পথে ভারত থেকে ৭টি গরু নিয়ে আসে।উদ্ধার হওয়া ৭টি মহিষের বাজার মূল্য ৫লাখ টাকা। আটককৃত মহিষ জুড়ি কাষ্টম অফিসে জমা দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content