• শোক সংবাদ

    বগুলারখাড়ার মাষ্টার আব্দুল ওয়াদুদ আর নেই, কাল সোমবার সকাল ১০টায় জানাযা

      প্রতিনিধি ১৪ জুন ২০২০ , ৬:১৪:৫২ অনলাইন সংস্করণ

    কাজী জমিরুল ইসলাম মমতাজ, সিনিয়র স্টাফ রিপোর্টার।। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বগুলারখাড়া গ্রামের (অবঃ শিক্ষক) হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ (৬৮) আর নেই, ( ইন্নালল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বগুলার খাড়া গ্রামে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতী নাতনী সহ অনেক গুণ গ্রাহী রেখে গেছেন। তাহার নামাজে জানাযা আগামী কাল সোমবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নিজ গ্রাম বগুলাখাড়া ( মড়লহাটি ) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া থেকে মরহুমের বড় ছেলে সফিউল মৌলা রাজু তাহার পিতার নাজাতের জন্য আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন সফিউল মৌলা রাজু।

    আরও খবর

    Sponsered content