ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ১৭ জুন ২০২০ , ৬:৪৪:৩৩ অনলাইন সংস্করণ
ঠাকুরগওয়ের পীরগঞ্জে গত ১৬ই জুন ২০২০ ইং তারিখে সকাল ১০.০০ ঘটিকায় পীরগঞ্জ উপজেলা হতে আনসার ভিডিপির উন্নয়ন বাংকের স্থান পরিবর্তন করা হয় জাহানারা টাওয়ারে, বর্তমানে পীরগঞ্জের প্রসিদ্ধ স্থান পীরগঞ্জ পৌরসভার অপজিটে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের লাচ্ছি নদী ব্রিজ সংলগ্ন জাহানার টাওয়ারের দ্বিতল ভবনে গত ১৬ জুন হতে কার্যক্রম চলছে।
এ বিষয়ে পীরগঞ্জ শাখা,ঠাকুরগাঁও আনসার ভিডিপি উন্নয়ন বাংকের ব্যবস্থাপক মোঃহারুনুর রশিদ সাংবাদিক কে জানান সূত্র নং- বিআরপিডি(পি-৩)/৭৪৫(৪১)/২০২০ সূত্র নং- গত মাসের ২৩ শে মার্চ ২০২০ ইং তারিখের আনসার ভিডিপির উন্নয়ন বাংকের প্রধান কার্যালয় হতে অনুমোদন হয়।
প্রধান কার্যাল হতে পীরগঞ্জ শাখা স্থানান্তর অনুমোদন পত্র পান গত ২ জুন ২০২০ ইং তারিখে।অনুমোদন পেয়ে গত ১৬ জুন ২০২০ ইং তারিখে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ শাখার আনসার ভিডিপি উন্নয়ন বাংকের ব্যবস্থাপক মোঃহারুনুর রশিদ পীরগঞ্জ উপজেলা চত্বর থেকে পীরগঞ্জ পৌরসভার অপজিটে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের দক্ষিণ পার্শ্বে লাছি নদীর ব্রীজ সংলগ্ন জাহানারা টাওয়ারের দ্বিতল ভবনে অফিস স্থানান্তর করেন।বর্তমানে সেখানে আনসার ভিডিপি উন্নয়ন বাংকের সকল প্রকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।