প্রতিনিধি ২ জুন ২০২০ , ১:৩০:৪৩ অনলাইন সংস্করণ
মিজানুর রহমান তালুকদার: একতাই শক্তি একতায় মুক্তি, এই বাণী’কে সামনে রেখে সুন্দর সমাজ প্রতিষ্টার তরে সমাজে একের পর এক উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে, “নাচনী একতা যুব ক্লাব”।
গত কয়েকদিন যাবত নাচনী বাজার হতে কাইটলা করবস্থান পর্যন্ত প্রায় এক কিঃমিঃ জন চলাচল অনুপযোগী রাস্তায় নিরলস কাজ করে যাচ্ছে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের নাচনী গ্রামের উদ্যমী তরুণ নিয়ে গঠিত ক্লাব। তাদের সাথে মহৎ কাজে যোগ দেয় এলাকার সচেতন যুবকরা।
স্থানীয়দের মতে; বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই কাদা কর্দমা আর ইঞ্জিনচালিত কিছু বাহনের জন্য জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ নেমে আসে।
ক্লাবের সহ সভাপতি নিপু আহমেদ বলেন;
দীর্ঘদিন মেরামত না করায় রাস্তাটি প্রতি বর্ষায়ই ক্ষতিগ্রস্ত হয়। গ্রামের ও বাজারের প্রধান রাস্তা হওয়ায় রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে ট্রলি, ব্যাটারি চালিত ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহন, রাস্তাটি পাকা না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তাটির অবস্থা আরো বেহাল অবস্থা হয়ে পরে।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের তরুণ
যুবক টিপু আহমেদ ,অালমগীর হোসেন, অাল অামিন, মোঃ কাশেমসহ আর অনেক।
গ্রামবাসীর পক্ষ থেকে জনপ্রতিনিধির কাছে এই রাস্তাটি পাকাকরণের দাবি করেন তারা।