প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৬:৫৩:২২ অনলাইন সংস্করণ
দ. সুনামগঞ্জ প্রতিনিধি: প্রতি বৎসরের ন্যায় সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া দরগাহপুরের গর্বিত ফুযালা ও জমিয়তে উলামায়ে ইসলাম সৌদিআরব রিয়াদ মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাও. আব্দুল মুকসিত’র পক্ষ থেকে দ. সুনামগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামের চলমান করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায়, দারিদ্র্য ও কর্মহীন ৫০ টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের অসহায়, দারিদ্র্য ও কর্মহীনদের মাঝে এ-ই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামেয়া দরগাহপুরের সাবেক শিক্ষক আব্দুল মুকসিত’র পিতা মাষ্টার সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও আব্দুল হাফিজের পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম সৌদিআরব রিয়াদ মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাও আব্দুল মুকসিত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাঠালি দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওঃ শিব্বির আহমদ খান, বড়মোহা মাদরাসার মুহতামিম মাওঃ মুশতাক আহমদ ও আব্দুল ওয়াদুদ প্রমুখ।
পরে টাইলা মাদরাসার মুহতামিম মাও. মো. মুহসিন মোনাজাত শেষে সমাগত মানুষের হাতে উপহার সামগ্রী তুলেদেন।