প্রতিনিধি ১৪ জুন ২০২০ , ৪:১৬:৪৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশ উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলার পলাতক আসামী বলে জানায় পুলিশ। পুলিশ প্রাণঘাতী করোনাকালীন সময়েও নিয়মিত অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করছে। গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা পরে জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, আজ দিরাই থানায় নিয়মিত মামলার ৩৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।