• মানববন্ধন

    দিরাই উদ্বোধনকৃত ফায়ার স্টেশন চালু করার দাবীতে দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘের মানববন্ধন সম্পন্ন

      প্রতিনিধি ১২ জুন ২০২০ , ১:৪৩:৫৭ অনলাইন সংস্করণ

    সঞ্জয় রায় শিপলু।। দিরাই উদ্বোধনকৃত ফায়ার স্টেশন সচল করার দাবীতে দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ মানববন্ধন সম্পন্ন করেছে। আজ বিকাল ৫ টায় দিরাই থানা পয়েন্ট এ দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংঘ ও সর্বসাধরনের উপস্থিতিতে সংঘের সাধারণ সম্পাদক শিপলু রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ মিয়া, সহ সভাপতি সুবীর দাস,,সিনিয়র সহ সভাপতি মনোয়ার হুসেন রাজীব,,প্রতিষ্টাতা সভাপতি জনাব ফারহানুল হক। উপস্থিত ছিলেন সহ সভাপতি দেবাংশু মিত্র, সাংগটনিক সম্পাদক আমজাদ সরদার,,সায়েম,,ফাহিম,অমিত,দিদার,,রতন,টুটুল,হুসেন,কৃষ্ণ,লিমন,মিন্টু,দিলোয়ার, রুপক প্রমুখ। সংঘঠনের সবাই দ্রুত ফায়ার স্টেশন সচল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

    আরও খবর

    Sponsered content