প্রতিনিধি ২৭ জুন ২০২০ , ১০:০৫:২৭ অনলাইন সংস্করণ
বার্তা প্রেরকঃ রাহিন মিয়া, দিরাই থেকে।। সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল হাওড়ে ঘুর্ণিঝড়ের কবলে পরে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে ৷ অাজ দিরাই নৌকাঘাট থেকে যাত্রী নিয়ে নৌকা ছেড়ে ধল বাজার নৌকা ঘাটে অাসার পথে কালনী নদীতে উজান ধল গ্রামের কাছাকাছি স্হানে এসে ঘুর্ণিঝড়ের কবলে পরে নৌকাটি ডুবে যায়। জানা যায় যে নৌকাটিতে অনেক যাত্রী ছিল এর মধ্যে দুইজন নৌকা ডুবে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতের একজন শিশু ও একজন ৫০-৬০ বয়সী। নৌকার মাঝি সহ বাকি যাত্রী সবাই সুস্হ অাছেন। নৌকাটি ডুবে যাওয়ার পর গ্রামের স্থানীয় লোকজন এসে সকল যাত্রীকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য প্রেরণ করেন৷ এছাড়াও অন্যান্য নৌকার মাঝি এসে সবাই নিজ নিজ নৌকা নিয়ে তল্লাসি চালায় এবং সকল যাত্রীকে উদ্বার করতে সাহায্য করেন৷
নৌকাটি যাতায়াত করত ধল বাজার নৌকা ঘাট থেকে দিরাই নৌকাঘাট পর্যন্ত৷
নৌকা ডুবির ঘটনাটি নিশ্চিত করেছেন দিরাই থানার পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের সঠিক পরিচয় পাওয়া যায় নি৷