প্রতিনিধি ১১ জুন ২০২০ , ৬:৪১:৪২ অনলাইন সংস্করণ
সঞ্জয় রায় শিপলু।। সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে বহুদিন পূর্বে নির্মিত “ফায়ার সার্ভিস স্টেশন” অবিলম্বে চালু করার দাবিতে আজ বিকেল ৫ টায় মানববন্ধন আহ্বান করেছে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ।
এই মানববন্ধন ‘গৃহে অবস্থানরত সকল মায়েদের নামে উৎসর্গ’ করবে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ। বর্তমান সময়ে গ্যাস সিলিন্ডারের ব্যবহার বৃদ্ধিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে বাসা বাড়িতে, এতে করে গৃহে অবস্থানরত মহিলা এবং শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার স্বীকার হচ্ছে, এজন্য দিরাই রক্তদাতা সংঘ তাদের মানববন্ধন মায়েদের নিরাপত্তার জন্য উৎসর্গ করবে।
এছাড়াও বিভিন্ন কারনে ঘটছে অগ্নি দুর্ঘটনা, হচ্ছে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি।
সংঘটনের সাধারন সম্পাদক সঞ্জয় রায় শিপলু বলেন আগুন জনিত কারণে দিরাইয়ের জনগনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করনে দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ দিরাইতে ফায়ার স্টেশন সচলের দাবিতে আজ ১২.০৬.২০ইং সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক পড়ে মানববন্ধন করবে।” সংগঠনটি দিরাইয়ের সর্বস্তরের জনসাধারণকে মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে।
সংগঠনের সভাপতি মোঃ ফারহানুল হক বলেন” আজকের মানববন্ধন আমরা মায়েদের নামে উৎসর্গ করছি কারন দু্র্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে এবং গৃহে নারীদের কিছুটা হলেও অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে এই লাইফ সেভিংস ফোর্সটি।
তিনি আরো বলেন ২৬ ফেব্রুয়ারী ২০১৯ থেকে আমি একা দিরাই ফায়ার সার্ভিসের চালুর ব্যাপারে কথা বলে আসছি, এখন দিরাই রক্তদাতা সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি জনস্বার্থে আমাদের আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করবেন।