• অনিয়ম / দুর্নীতি

    দিরাই’র কুলঞ্জে ৫নং ওয়ার্ড সদস্য আসাদের অনিয়মের বিরুদ্ধে বরইতিয়র গ্রামবাসীর অভিযোগ

      প্রতিনিধি ৫ জুন ২০২০ , ১:২০:৪২ অনলাইন সংস্করণ

    মিজানুর রহমান তালুকদারঃ দেশ যখন দুর্বার গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখন গ্রাম পর্যায় স্বজনপ্রীতি আর অযোগ্য কিছু জনপ্রতিনিধির কারণে ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জের বিভিন্ন এলাকা এখনো উন্নয়ন বঞ্চিত। উন্নয়ন এসব প্রতিনিধির কাগজে কলমে হলেও উন্নয়ন হয়নি বাস্তবে।
    তেমনি ভাবে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ৯নং কুলঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আসাদ চৌধুরী বিরুদ্ধে বিভিন্ন অনিয়নের অভিযোগ উঠেছে। ৯ নং কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান এর নিকট গত রাত ৯.০০ টায় দিকে ৫ নং ওয়ার্ডের বরইতিয়র গ্রামের সর্বস্তরের মানুষ মেম্বার বিরুদ্ধে অভিযোগ করেন।
    দেশ তথা কুলঞ্জ ইউনিয়ন  দ্রুত গতিতে উন্নয়নের দিকে এগিয়ে গেলেও অবহেলা শিকলে আবদ্ধ কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রাম।
    সরকারে ত্রান বা সহযোগীতা ও  উন্নয়নমুলক কাজের ছোঁয়া লাগেনি দাবি গ্রামবাসীর।
    গ্রামবাসীরা আরো বলেন-
    গ্রামের মুল রাস্তা পুর্ণনির্মান করার কথা কয়েকবার  বললেও কোনই উন্নয়ন হয়নি বিগত কয়েক বছরে। সরকারি সাহায্য সহযোগীতা নজর আসেনি বললেই চলে। সাম্প্রতিক সরকারি ত্রাণ ও প্রণোদনায় বরইতিয়র গ্রামে মাত্র ৫/৬ নাম দেন আসাদ মেম্বার। এ নিয়ে তাকে প্রশ্ন করলে বিভিন্নভাবে এড়িয়ে যান। ৮৩.০৯% নিম্নবিত্ত ও মধ্যবিত্ত লোক থাকার পরও মেম্বারের নজরে না আসলেও নজরে টিকই আছে  নিজের গ্রামটা। শুধু নজরই নয়; তালিকার শীর্ষে অবস্থান। কিছুদিন পুর্বে  সরকারি প্রণোদনায় দিনমজুর অসহায়দের নাম না দিয়ে নিজের আত্মীয় স্বজনের নাম দেওয়ার অভিযোগ ওঠে।
    শুধু তাই নয় গ্রামের শিক্ষার্থীরা যে রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করেন সেটা বর্ষাকালীন সময় ডুবে যায়। রাস্তাটি পুর্ণনির্মান করার জন্য মেম্বারের নিকট আবেদন করা হলেও আবেদন পত্র ওঠেনি আর হাতে।
    গ্রামের মুরুব্বী ও যুবকরা এ প্রতিনিধিকে বলেন আমাদের মত অনেকই আছেন যারা মেম্বারের প্রতি অনাস্থা জানিয়েছেন।
    এমন অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান সাহেব গ্রামবাসীকে সরকারি কাজ ও ত্রানের সুষমবন্টনের  আশ্বাস দেন এবং তিনি বলেন ইনশাআল্লাহ আগামী বরাদ্দে আমি নিজে বরইতিয়র গ্রামের রাস্তা পুনঃনির্মাণ করার কথা দিচ্ছি, এছাড়া আমি কথা দিচ্ছি  সরকারি অনুদান বা উন্নয়নমুলক কাজ ৫ নং ওয়ার্ডে সুষম বন্টন হবে।
    এবিষয়ে বরইতিয়র গ্রামের বাদিন্দা ও সৌদি প্রবাসী জসিম উদ্দিন লিখিত ভাবে দৈনিক ভাটি বাংলা কে বলেন- উন্নয়ন বঞ্চিত গ্রামবাসী এবার দুর্নীতি ও বৈষম্যতার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছে।
    বরইতিয়র গ্রামের পশ্চিম দক্ষিণের রাস্থা মেরামত ও নির্মাণের জন্য গ্রামের পক্ষথেকে চেয়ারম্যান সাহেব-কে আবেদন জানালে ২০১৭/সালে ৫নং ওয়ার্ডের মেম্বার সাহেবের মাধ্যমে বরাদ্দ করেন কিন্তু মেম্বার আসাদ গ্রামবাসীকে কাজ করানোর আশ্বস্থ করে-কাজ না করেএই রাস্থাটির কাজ উনার ইচ্ছামতে অন্যত্রে সরিয়ে নিন।
    ২০১৮/সালের প্রথম দিকে আবার ও চেয়ারম্যান সাহেব কুলঞ্জ ইউনিয়নের ৪-৫-৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য ডলি’র মাধ্যমে এই কাজটি করানোর প্রস্তাবনা পেশ করলে-৫নং ওয়ার্ডের মেম্বার নিজ ওয়ার্ড বলে উনার মান সম্মানহানী হবে বলে- উনাকে কাজটি দেয়ার জন্য আবেদন করলে চেয়ারম্যান আবারও মেম্বারের কাছেই এ কাজের বরাদ্দ প্রধান করেন।
    ২০১৮/সালেও তাই ঘটল-মেম্বার সাহেব বরইতিয়র গ্রামের রাস্থার এই বরাদ্দ’টিও এমপিও ভুক্ত করে অন্যত্র সরিয়ে নিয়ে জান!
    ইউপি চেয়ারম্যান ও গ্রামের মুরুব্বি এবং যুব সমাজ-কে শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি অবশেষে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে সরব হওয়ায়।

    আরও খবর

    Sponsered content