• সংগঠন সংবাদ

    দিরাইতে প্রথম অনলাইন কেনাকাটার শোরুম নাগরিক শপের উদ্বোধন”

      প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৪:১১:৩৯ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধি।।  আজ বিকাল ৫টায় জগন্নাথ মন্দির মার্কেট দিরাই এ উদ্বোধন করা হয় অনলাইন কেনাকাটার শোরুম নাগরিক শপের। উদ্বোধনে উপস্থিত ছিলেন দিরাইয়ের বিশিষ্ট সাংবাদিক এবং সামাজিক সংঘটনের সদস্যবৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঠিবাংলা এল পি এস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দিরাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান লিটন,, কোষাধ্যক্ষ বাবু প্রশান্ত সাগর দাস,,রফিনগর ইউনিয়ন সচিব শুভ্র তালুকদার, সামাজিক সংঘটনের মধ্যে উপস্থিত ছিলেনন দিরাই রক্তদাতা সেচ্ছাসেবী সংগটন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারহানুল হক, সহ-সভাপতি সুবীর দাস, যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আতাহার আলী সায়েম,সাংগঠনিক সম্পাদক আমজাদ সর্দার,কোষাধ্যক্ষ অমিত চন্দ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন , দপ্তর সম্পাদক দিদার রহমান,সদস্য কৃষ্ণ সরকার। এ সময় উদ্দোক্তা সঞ্জয় রায় শিপলু সবাইকে ধন্যবাদ জানান।

    আরও খবর

    Sponsered content