প্রতিনিধি ৫ জুন ২০২০ , ২:৪৬:৫২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলায় নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দু’জনই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মরত। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে একজন উপজেলা মৎস্য অফিসের স্টাফ(২৭) ও অপরজন এলজিইডি অফিসের মাঠকর্মী(২২)।
গত(০৩ জুন বুধবার) করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে শাবির ল্যাবে পাঠানো হলে আজ শুক্রবার (০৫ জুন) তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ প্রতিবেদককে বলেন, আপাতত নতুন আক্রান্তদের তাদের নিজেদের বাসস্থানেই আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে তাদের হাসপাতাল আইসোলশনে পাঠানো হবে।