প্রতিনিধি ১৮ জুন ২০২০ , ৯:১৯:৫৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারি আদেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে পথচারী ও এক অটো রাইসমিলে দন্ড বিধি ২৬৯ ধারা মতে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩টি মামলা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার(১৮ জুন) বিকালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজার তদারকি করেন এবং ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূূূলক প্রচার ও দিক নির্দশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসের নাজির আবু বক্কর সিদ্দিক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ,এ এস আই সমীরন চন্দ্র দেব সহ পুলিশ ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী বলেন, জনসাধারণকে জরিমানা করা উদ্দেশ্য নয়, তবে স্বাস্থ্যবিধি পালন করার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এধরনের অভিযান অব্যহত থাকবে।